হ্যাভলক আইল্যান্ড

হ্যাভলক আইল্যান্ড
( রাধানগর বিচ-এলিফ্যান্ট বিচ-কালাপাথর বিচ-বিজয়নগর বিচ)

আন্দামান এন্ড নিকোবর

পোর্টব্লেয়ার থেকে উত্তর-পূর্বে ৪১ কিলোমিটার দূরে হ্যাভলক আইল্যান্ড। হ্যাভলক দ্বীপই হল আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ৷ এই দ্বীপের নামকরণ হয়েছিল ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক-এর নামানুসারে৷ এই আইল্যান্ডের বর্তমান জনসংখ্যা সাড়ে  ছয় হাজারের মত, যাদের মধ্যে অধিকাংশই বাঙালি৷ এঁদের অনেকেই এসেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ থেকে৷

হ্যাভলক আইল্যান্ডের সব থেকে জনপ্রিয় বিচ হল ‘রাধানগর বিচ’৷ ২০০৪ সালে টাইম পত্রিকার মতে এই বিচ ছিল ‘বেস্ট বিচ ইন এশিয়া’৷ অর্ধচন্দ্রাকৃতি বিচে শ্বেতশুভ্র রুপোলি বালুচর রোদে ঝকঝক করতে থাকে। তীরে ঘন নারকেলের বন দূর সমুদ্রে নেমে গিয়েছে বেশ খানিকটা।রাধানগর ছাড়াও আর যে তিনটি বিচ জনপ্রিয় সেগুলি হল কালাপাথর বিচ, বিজয়নগর বিচ এবং এলিফ্যান্ট বিচ৷ কালাপাথর বিচে সমুদ্রের মধ্যে কালো-কালো বড় পাথর জেগে আছে। কালাপাথর বিচ থেকে এলিফ্যান্ট বিচ যেতে পারেন। এলিফ্যান্ট বিচ ট্রেক করে যেতে চাইলে অবশ্যই ট্রেকিং পয়েন্টে দুপুর ১টার মধ্যে এন্ট্রি করতে হবে।

যেভাবে যাবেন:
প্লেনে বা জাহাজে করে পোর্টব্লেয়ার৷ সেখানকার জেটিঘাট থেকে সপ্তাহের প্রতিদিনই সরকারি ও বেসরকারি ফেরি যায় হ্যাভলকে৷ সময় লাগে ২ ঘণ্টা৷ ভাড়া জনপ্রতি ১৪৫০ রুপি।অনলাইন বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আগে থেকে টিকিট কেটে রাখতে পারেন।

আসুন ভ্রমনে গিয়ে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin