সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডে (এসজিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০।

“জ্বালানি নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার”

সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) এ নিম্নে বর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। নিচে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রতিষঠানঃ সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)।
আবেদন শুরুঃ ০২-০২-২০২০ ইং।
আবেদনের শেষ সময়ঃ ২৩-০২-২০২০ ইং।
পদের নামঃ বিভিন্ন পদ।
মোট পদ সংখ্যাঃ ৪১ টি পদ।

সহকারী ব্যবস্থাপক (পার্সোনাল /নিরাপত্তা/ সাধারণ সেবা): ৬ জন।
সহকারি ব্যবস্থাপক (লিগ্যাল): ১ জন।
সহকারী ব্যবস্থাপক (বাজেট ও ইন্সুরেন্স): ৭ জন।
সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ৪ জন।
সহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জন।
সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ৩ জন।
সরকারি প্রকৌশলী (সিএসই): ১ জন।
সহকারী সমন্বয়  কর্মকর্তা (লজিস্টিক/ সাধারণ প্রশাসন): ২ জন।
সহকারী হিসাব কর্মকর্তাঃ ৫ জন।
উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ৩ জন।
উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ২ জন।
উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২ জন।
উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল): ১ জন।

মাসিক বেতনঃ ১৬০০০-৫৩০৬০/-
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ মাস্টার্স / ডিপ্লোমা/ বিএসসি
বয়সসীমাঃ ১৮-৩০ বছর।
আবেদন ফিঃ ৫০০ টাকা।
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে।

“জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধ করে জাতীয় দায়িত্ব পালন করুন।”

 

আরও জব খবর পেতে ভিজিট করুন এখানে. . .

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin