সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগ পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে

সমাজসেবা অধিদফতরের তৃতীয় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়ােগের লিখিত পরীক্ষা ২০২০  হবে এমসিকিউ(MCQ) পদ্ধতিতে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, সমাজসেবা অধিদফতরের ৩য় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়ােগের নিমিত্ত সর্বমােট ৬,৬২,২৭০ (ছয় লক্ষ বাষট্টি হাজার দুইশত সত্তর) জন প্রার্থীর MCQ পদ্ধতিতে OMR শীটে লিখিত পরীক্ষা দেশের ৬৪টি জেলা শহরে একই তারিখ ও একই সময়ে গ্রহণ করার জন্য প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগ পরীক্ষা ২০২০ এমসিকিউ(MCQ) পদ্ধতিত সম্পর্কে নিচে আরো বিস্তারিত আলোচনা করা হলো।

মোট পরীক্ষার্থীঃ ৬,৬২,২৭০ জন(ছয় লক্ষ বাষট্টি হাজার দুই শত সওর)

মোট পদ সংখ্যাঃ ৪৬৩

পদের নামঃ ৩য় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন)

পরীক্ষার স্থানঃ নিজ জেলা

লিখিত পরীক্ষার নম্বরঃ ৭০ নম্বর

পরীক্ষার সময়ঃ ৯০ মিনিট

 

এ প্রেক্ষিতে জেলা প্রশাসকদের সহায়তা ও পরামর্শ মােতাবেক প্রতিটি জেলা শহরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যােগাযােগ করে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র নির্ধারণ থেকে শুরু করে লিখিত পরীক্ষা গ্রহণ এবং কেন্দ্রের নাম, ঠিকানা ও আসনসংখ্যা এক্সএল শীটের মধ্যে  ইংরেজীতে প্রস্তুত এবং পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য যাবতীয় ব্যয়ের খাতভিত্তিক বিভাজন প্রস্তুত করে ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে nuruldss1970@gmail.com এ প্রেরণ সহ সার্বিক বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলাপ্রশাসকদেরকে  অনুরােধ করা হয়েছে।

বিস্তারিত এই লিংকেঃ www.dss.gov.bd/site/view/notices

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin