বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বর্ধিত নিয়োগ বিজ্ঞপ্তি)

বর্ধিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত:
জাতীয় পতাকাবাহী একমাত্র সরকারি উড়োজাহাজ পরিচালনা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী ব্যবস্থাপক (সাধারণ ও টেকনিক্যাল) ও কেবিন ক্রু পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কযেকদিন আগে প্রকাশ করা হলেও পুনরায় কিছুটা সংশোধনীসহ পুনরায় আবেদনের সময় বর্ধিত করা হয়েছে।

বর্ধিত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখযোগ্য বিষয় হল:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতক পর্যায়ে জিপিএ কমিয়ে 3.00 করা হয়েছে। যা আগের সার্কুলারে 3.30 ছিল। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকুরী প্রত্যাশিদের জন্য সুবিধা হল।
যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য যে, পূর্বে আবেদনকৃত প্রার্থী ও বর্ধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকৃত সকল প্রার্থীর নিয়োগ বর্ধিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সম্পন্ন হবে।
(উল্লেখ্য 2018- ব্যাচ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে নূন্যতম যোগ্যতা মাস্টার্স এবং সকল পরীক্ষায় প্রথম শ্রেণী বাধ্যতামূলক ছিল।)
• আবেদন ফিঃ ১,১১১ টাকা।
• আবেদনের সময়সীমাঃ ২০ জানুয়ারি ২০২০ ইং থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২০ ইং।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হল রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশের একমাত্র সরকারি এয়ারলাইন্স বা সরকারি বিমান পরিবহন সংস্থা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূচনালগ্ন থেকেই এর পুরো মালিকানা বাংলাদেশ সরকারের। Ministry of Civil Aviation & Tourism (MOCAT)এর অধীনে সবচেয়ে আলোচিত, সবার ফোকাসে থাকা এবং মিডিয়ারও আলোচনার কেন্দ্রবিন্দু যে প্রতিষ্ঠান সেটি হল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিমানের সকল বিষয়ে খোজ রাখেন। সম্প্রতি কেনা সব কয়টি বিমান নিজে এসে উদ্বোধন করেছেন এবং নিজেই সবগুলোর নামকরন করেছেন।

চেয়ারম্যান: এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী,বিবিপি, এনডিইউ, পিএসসি, (সাবেক বিমান বাহিনী প্রধান)
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও): মো. মোকাব্বির হোসেন (অতিরিক্ত সচিব )

যোগদানের সুবিধা সমুহ:
ভালো জব পরিবেশ ও আকর্ষণীয় বেতন স্কেল ও অন্যান্য সুযোগ সুবিধার কারণে বর্তমান সময়ের অন্যতম সেরা জব বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী ব্যবস্থাপক (সাধারণ ও টেকনিক্যাল) পদের জব । 2018 সালের ব্যাচ এর অনেকেই বিভিন্ন সরকারি / স্বায়ত্বশাসিত/ ব্যাংক চাকরি / নন ক্যাডার ছেড়ে এ চাকুরিতে যোগদান করেছেন। সরকারি প্রথম শ্রেণীর চাকুরি হলেও বেতন ভাতাসহ সরকারি চাকরিজীবিদের সকল সুযোগ সুবিধা (ড্রেস ভাতা, শিক্ষা সহায়ক ভাতা , টিফিন ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট , উৎসব ভাতা, বৈশাখীভাতা, পরিবহন সুবিধা, আবাসিকও ব্যবস্খ, ইত্যাদি), অনেকগুলো Allowances (যা এয়ারলাইন্সে জবের জন্য) সহ সুযোগ সুবিধা তুলনামূলক অনেক বেশি। বেসিক পে অনেক বেশি, বৈধভাবে এত বেশি টাকা বেতন পাওয়ার সুবিধা খুব কম প্রতিষ্ঠানেই রয়েছে। উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠান তাই গুরুতর ইচ্ছাকৃত কোন অপরাধ না করলে চাকরি নিয়ে কোন সমস্যা হয় না।

Profit bonus: গত অর্থবছরে লাভ করায় এই বছর সকল Employee Profit bonus পাচ্ছে;
পেনশন ও গ্রাচুয়িটি দুটিই বিদ্যমান রয়েছে।
Promotion:
চাকুরীতে জয়েন এর ৩ বছর পরই Promotion এর যোগ্য হবেন আর ভাইবায় ডাক পাবেন। সেই সাথে Foreign posting এর জন্যও যোগ্য হবেন। 1998 এর এবং 1999 এর Batch এর প্রায় সবাই এখন GM; 1998 এর Batch এর Director ও আছেন। 2007 Batch এর সবাই এখন Manager .

Posting:
প্রায় সবারই ঢাকায় Posting হয়। আর নয়তো চট্রগ্রাম / সিলেটে আর্ন্তজাতিক বিমানবন্দরে Posting হয়। বিভাগীয় শহরে থাকতে পারবেন।
বিদেশ পোস্টিং তো আছেই নির্দ্দিষ্ট Department এর।

Training and Department choice :
Assistant Manager (General) Batch এ জয়েনের পর 4-6 মাস ট্রেইনীং হবে।

Permanent Job:
Assistant Manager পদে যারা জয়েন করবেন তারা শুরুর দিন থেকেই Permanent; এটা নিয়ে অনেকেই দ্বিধায় ভুগতে পারেন কেবিন ক্রুদের সার্কুলার এর জন্য। 2018 এর ব্যাচ এ আমরা যারা জয়েন করেছি সবাই ভালো ভালো সরকারী জব বা স্বায়ত্বশাসিত ১ম শ্রেণীর জব ছেড়েই এখানে জয়েন করেছি। Permanent না হলে কেউ জয়েন করত না। Contractual একটা শব্দ দেয়া আছে ওটা কেবিন ক্রুদের জন্য, তাদের চাকুরী ৩ বছর পরপর নবায়ন হয়। কিন্তু Assistant Manager পদে শুরুর দিন থেকেই Permanent আর তা as per government rules, জয়েন এর ৩ বছর পর একটা Confirmation পাবেন আর Next Designation এ Promotion এর জন্য Eligible হবেন

পরীক্ষা পদ্ধতি :
এক্সাম টেকার Normally আইবিএ, 2nd Option MIST
পরীক্ষা হয় সাধারণত = 1.45 Hour or, 2 Hours
[ MCQ + Written + Computer Test (Probable) + VIVA ]
সবকিছুতে অবশ্যই আলাদা পাস করতে হয় ।

সাব্জেক্ট ভিত্তিক সাজেশনঃ
MCQ:
গণিতৈএবং ইংলিশ ব্যাংক স্ট্যান্ডার্ড। তাই প্রিপারেশন নিতে হবে কড়া।
বাংলা, সাধারণ জ্ঞান, কম্পিউটার বিসিএস এর মত।
Written:
অনুবাদ (B2E, E2B)), রচনা +Essay, Application, Maths ইত্যাদি।
Computer Test: কিছু নিয়োগে Computer Test হয়েছে।

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin