বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের(বিআরটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর অধীনে নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রতিষঠানঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
আবেদনের শেষ সময়ঃ ৬-০২-২০২০ ইং।
পদের নামঃ বিভিন্ন পদ।
মোট পদ সংখ্যাঃ ৮৫ টি পদ।

কারিগরি গ্রেড-এ (সাধারণ): ১৩ টি পদ।
কারিগরি গ্রেড-এ (ট্রেড): ১৫ টি পদ।
কারিগরি গ্রেড-বি (সাধারণ): ১৬ টি পদ।
কারিগরি গ্রেড-বি (ট্রেড): ১০ টি পদ।
কারিগর গ্রেড-সি (সাধারণ):  ১৯ টি পদ।
কারিগরি গ্রেড-সি (ট্রেড): ১৩ টি পদ।

মাসিক বেতনঃ ৯৩০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক (এসএসসি) এবং কমপক্ষে ৩ বৎসরের কারিগরি অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফিঃ ৩০০ টাকা।
আবেদনের মাধ্যমঃ দরখাস্ত পূরণের মাধ্যমে।

 

 

 

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin