প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃ
মোট নম্বর ১০০।
লিখিত ৮০ এবং মৌখিক ২০।
লিখিত ৮০ এর মধ্যে
বাংলা -২০
ইংরেজি -২০
গনিত -২০ এবং
সাধারন জ্ঞান ও বিজ্ঞান -২০।
মৌখিক পরীক্ষার ২০ এর মধ্যে
উপস্থিতি- ৫
স্মার্টনেস – ৫
এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর – ৫ এবং
প্রশ্নের উত্তর – ৫
বাংলার জন্য ৫ম হতে ১০ম শ্রেণী পর্যন্ত বাংলা ব্যাকরণ সাথে বিখ্যাত কবি সাহিত্যকদের জীবনী। ইংরেজির জন্য ইংরেজি ব্যাকরণ |
গনিতের জন্য
৫ম হতে ১০ম শ্রেণীর গনিত। এবং বিজ্ঞান ও সাধারন জ্ঞানের জন্য ৫ম হতে ৮ম শ্রেণীর বাওবি বিজ্ঞান যথেষ্ট।
কিছু গাইডের পরামর্শঃ
বাজারে প্রচলিত গাইডের মধ্যে
প্রফেসরস অথবা ওরাকল এর ” প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড ”
জব সলুশন, এমপি থ্রির একসেট ইত্যাদি নিতে পারেন।
পরীক্ষার সম্ভাব্য সময়ঃ দেশে কোন ধরনের বড় সমস্যা না হলে এ বছরের শেষ দিকে হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না,,যদি এ বছর কোন কারনে না হয়। তবে আগামি বছর তথা ২০১৯ এর মাঝামাঝি হয়ে যেতে পারে।
এটা আমার ব্যক্তিগত ও অভিজ্ঞতার আলোকে বললাম। ভিন্নমত থাকতেই পারে।
কোটা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও চাকরির সুবিধা অসুবিধা নিয়ে আর এক দিন লিখব।