প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

প্রাণ গ্রুপ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাণ গ্রুপে আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ।

প্রতিষ্ঠানঃ প্রাণ গ্রুপ
পদের নামঃ অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ(এসআার) ও শোরুম সেলস এক্সিকিউটিভ।
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
আাবেদন ফিঃ নাই
যোগ্যতাঃ এসএসসি/ এইচএসসি
বয়সঃ অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ ২০-৩৫ বছর। এবং শোরুম সেলস এক্সিকিউটিভ ১৮-২৬ বছর পর্যন্ত।

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাঃ মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইন্সেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।

প্রশিক্ষণের স্থানঃ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
প্রশিক্ষণ কালঃ ২ দিন (শুধুমাত্র ঢাকার জন্য ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে)

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin