ডেপুটি সহকারী পরিচালক
পরীক্ষার তারিখ ০৭/০২/২০২০
ইংরেজিঃ
Parts of Speech, Numbe., Gender, Preposition, Group Verb, Right Form of Verb, Synonym, Antonym, Analogy, Spelling বিস্তারিত দেখার সময় নেই। শুধু বিগত সালের চাকরি পরিক্ষার নৈর্ব্যক্তিক দেখেন।
বাংলাঃ
সন্ধি, বচন, সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, বাগধারা বিসিএস প্রস্তুতির যেকোনো বই থেকে বিগত সালের নৈর্ব্যক্তিক দেখেন।
আধুনিক যুগের লেখকদের সাহিত্যকর্ম,ছদ্মনাম, সাময়িকী ও সম্পাদক, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বিসিএস প্রস্তুতির যেকোনো বই থেকে শুধু নৈর্ব্যক্তিক দেখেন। 2018 ও 2019 সালের আইবিএর নেওয়া পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন।
গনিতঃ
সংখ্যার ধারনা, অনুপাত, গড়, ঐকিক নিয়ম, শতকরা, লাভক্ষতি, সুদকষা, পিতা-পুত্রের বয়স, চৌবাচ্চা, সময় ও কাজ, সময় ও দূরত্ব, ক্ষেত্রফল ও পরিমাপ, সেট, ধারা। এই অধ্যায়গুলো থেকে ম্যাথ অনুশীলন করার সময় যে ম্যাথে বেশি সময় ব্যয় করেছেন সেই ম্যাথগুলো দেখেন।
সাধারণ_জ্ঞানঃ
১০তম-৪০তম বিসিএস, ২০১৮ ও ২০১৯ সালের IBA কর্তৃক পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন। বিগত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ।
বাংলাদেশঃ মুক্তিযুদ্ধ, সংবিধান, বিভিন্ন শাসনামল, উপজাতি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, জাতীয় পুরস্কার, জাতীয় দিবস, স্থল-বিমান-নদীবন্দর, নদ-নদী-হাওর বিসিএস প্রস্তুতির যেকোনো বই থেকে শুধু নৈর্ব্যক্তিক দেখেন।
আন্তর্জাতিকঃ বৈশ্বিক ইতিহাস ও সভ্যতা, আন্তর্জাতিক সংগঠন, মুদ্রা, রাজধানী, দ্বীপ-পর্বত-মরুভূমি,মহাসাগর-সাগর-প্রনালী, গণযোগাযোগ, বৃহত্তম-ক্ষুদ্রতম-দীর্ঘতম, স্থাপত্য বিসিএস প্রস্তুতির যেকোনো বই থেকে শুধু নৈর্ব্যক্তিক দেখেন।
বিজ্ঞান_কম্পিউটারঃ
১০তম – ৪০তম বিসিএস + আইবিএ বিগত সালের প্রশ্ন সমাধান দেখেন।