এক লাখ শিক্ষক নিয়োগের আয়োজন

অনেক সমস্যার কারণে আমাদের দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক অনেক দিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এই জটিলতা থেকে মুক্ত হয়ে এক লাখ শিক্ষক নিয়োগের আয়োজন চায় এনটিআরসিএ। এজন্য আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে সংস্থাটি।

সমস্যার মধ্যে শিক্ষক নিবন্ধনের তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চতুর্থ বিজ্ঞপ্তিতে আরও ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এখন দুই বিজ্ঞপ্তি মিলিয়ে আমাদের দেশে মোট ১ লাখ ২ হাজার শিক্ষক নিয়োগে আয়োজন চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শূন্য পদ পূরণে নিয়োগ পক্রিয়া শুরু করে দিয়ে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বলেন, আমরা এখন তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে ব্যস্ত। আইন মন্ত্রণালয়ের মতামতের পর নিয়োগ কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব।

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin