আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

আর এফ এল গ্রুপ দেশের সর্ববৃহৎ প্লাস্টিক, স্টেশনারি, মেটাল, ফার্নিচার, ইলেকট্রনিক্স, মোবাইল, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আরএফএল সেলস-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারাদেশে সুষ্ঠুভাবে আরএফএল পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠামো নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমী এবং ক্যারিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানঃ আর এফ এল গ্রুপ
পদের নামঃ সেলস রিপ্রেজেন্টেটিভ(এসআার)
পদসংখ্যাঃ নির্দিষ্ট নয়
আাবেদন ফিঃ নাই
যোগ্যতাঃ এসএসসি/ এইচএসসি/ স্নাতক/ মাস্টার্স
বয়সঃ ১৮-৩০ বছর, অভিজ্ঞদের ক্ষেএে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাঃ মাসিক বেতন, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইন্সেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন, পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ আছে।

প্রশিক্ষণের স্থানঃ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
প্রশিক্ষণ কালঃ ২ দিন

Leave a Comment

0 Shares
Tweet
Share
Share
Pin